প্রস্তুতি ম্যাচে দলে নেই রোনালদো

১৭ নভেম্বর ২০২২

ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে ফের অস্বস্তি পর্তুগাল শিবিরে। বুধবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি হঠাৎ করে পেটের সমস্যায় আক্রান্ত হয়েছেন।

 

বৃহস্পতিবার লিসবনে নাইজিরিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। কিন্তু তার আগে জাতীয় দলের কোচ ফের্নান্দো স্যান্টোস জানিয়েছেন, ম্যাচে থাকছেন না রোনালদো। তিনি পেটের সমস্যায় আক্রান্ত হয়েছেন।তাই কাতার রওনা হওয়ার আগে তিনি ঝুঁকি নিয়ে খেলাতে চান না রোনালদোকে। তবে স্যান্টোস এও জানিয়েছেন, পর্তুগিজ তারকা শারীরিকভাবে ভালো জায়গাতেই রয়েছেন। এ অসুস্থতা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।

 

এ দিকে, এপ্রিলে যমজ সন্তানের বাবা হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু আনন্দের সেই মুহূর্ত হয়নি দীর্ঘস্থায়ী। তাদের জন্মের কয়েক ঘণ্টা পরেই রোনালদো জানান, যমজ সন্তানের একজন, পুত্রসন্তানের মৃত্যু হয়েছে। অবশ্য রোনালদো ও বান্ধবী জিওর্জিনার কন্যা সন্তান সুস্থ রয়েছে।


মন্তব্য
জেলার খবর