বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। অধিনায়ক লিয়োনেল মেসিও গোল করেছেন। বুধবার প্রথম থেকেই আক্রমণের ঝড় তোলে আর্জেন্টিনা। দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে কার্যত দাঁড়াতেই পারল না আমিরশাহি।
গোটা ম্যাচেই বল নিজেদেরে নিয়ন্ত্রণে রেখেছিল নীল-সাদা জার্সিধারীরা। বিক্ষিপ্তভাবে দু’এক বার প্রতি আক্রমণে ওঠার চেষ্টা করলেও সুবিধা করতে পারেননি আমিরশাহির ফুটবলাররা। ম্যাচের প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। ১৭ মিনিটে প্রথম গোল করেন জুলিয়ান অ্যালভারেজ। এর পর ২৫ এবং ৩৬ মিনিটে পর পর দু’টি গোল করে ব্যবধান বা়ড়ান অভিজ্ঞ অ্যাঙ্খেল ডি মারিয়া। দর্শকরা অপেক্ষা শেষ হয় ম্যাচের ৪৪ মিনিটে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে গোল করেন মেসি।
প্রথম অর্ধে বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা কিছুটা ধীরে সুস্থে খেলে। বেশ কয়েকটি পরিবর্তন করেন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। ম্যাচের ৬০ মিনিটে দলের হয়ে পঞ্চম গোলটি করেন জোয়াকুইন কোরিয়া। এর পর আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে গোল দেওয়ার তেমন মরিয়া ভাব চোখে পড়েনি। ফলে আর বাড়েনি গোলের সংখ্যাও।