মন্তব্য
লিটার আর কেজি প্রতি ১২ টাকা বাড়ানো হয়েছে সয়াবিন তেলের আর চিনির দাম। সয়াবিনের লিটার ১৯০, চিনির কেজি ১০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে সয়াবিন ও চিনির নতুন দর কার্যকর হবে। সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় নতুন দর নির্ধারণ করেছে। মন্ত্রণালয় থেকে বিষয়টি মৌখিকভাবে তেল ও চিনি বিপণনকারী প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। এর আগে বোতলজাত ও খোলা সয়াবিন- উভয় তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব করেছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
এমকে