মিনি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

০২ এপ্রিল ২০২২

বাগেরহাট প্রতিনিধি :

খুলনা-মোংলা মহাসড়কে মিনি পিকআপের ধাক্কায় টুলু সেখ (৩৫) নামের এক চালক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন তার সাথে থাকা তাহের (৪০) নামের এক আরোহী। শনিবার (২ এপ্রিল) সকালে শুকদাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে ৷

টুলু সেখ বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের রাজ্জাক সেখের ছেলে, তিনি নিজের মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোংলা থেকে যাত্রীসহ খুলনা যাচ্ছিলেন টুলু সেখ। দুর্ঘটনাস্থলে বিপরীত দিকে থেকে আসা একটি মিনি-পিকাপ মোটরসাইকেলটিকে  ধাক্কা দেয়৷ স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷

অমিত পাল/এমকে


মন্তব্য
জেলার খবর