দাম বাড়ছে ওএমএসের আটার

১৭ নভেম্বর ২০২২

খোলা বাজারে বিক্রি (ওএমএস) হওয়া আটার দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর হলে প্রতি কেজি খোলা আটা কিনতে বর্তমান দরের চেয়ে ৬ টাকা বেশি খরচ করতে হবে ভোক্তাদের। সিদ্ধান্তটি কার্যকর করার জন্য ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওএমএস কার্যক্রমে বিক্রি করা খোলা ও প্যাকেট আটার মূল্য পুনর্র্নিধারণ করা হয়েছে। পুনর্র্নিধারিত দরে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা আর প্যাকেটের আটা ৫৫ টাকায় বিক্রি হবে। এখন প্রতি কেজি খোলা আটা ১৮ টাকা এবং প্যাকেটের আটা ৪৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর