আগামী জানুয়ারি থেকে দেশে বৈদেশিক মুদ্রার সংকট থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বলেছেন, এখনও কোনো সংকট নেই। দেশে আন্ডার ইনভয়েসিং (কম মূল্য দেখানো) ঠেকাতে আর হুন্ডি প্রতিরোধে নজরদারি করছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং শূন্যতে নামিয়ে রাখা গেছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানী ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক সেমিনারে এ সব কথা বলেন। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ বিষয়ে এ সেমিনার হয়।
গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত অস্বাভাবিক এলসি খোলা হয়েছিল, ৮ দশমিক ৪ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়। এ ধরনের এলসি না খোলার বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছে।তিনি জানান,পুরো অর্থবছরে ৮৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়, রফতানি হয় ৫২ বিলিয়ন ডলারের। কিন্ত এর মধ্যেও ওভার ইনভয়েসিং ছিল ২০ থেকে ২০০ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নেওয়ায় অক্টোবর ও নভেম্বরে এ হার শুণ্যের কোটায় নেমে এসেছে- যোগ করেন গভর্নর।
এমকে