বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে আগামী বছরে বিশ্বব্যাপী খাদ্য সংকট তথা দুর্ভিক্ষের আশঙ্কা সৃষ্টি হয়েছে। বিচ্ছিন্ন কোনা দীপ না হওয়ায় বাংলাদেশেও সংকট দেখা দিতে পারে বলে সরকারের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সংকট হওয়া নিয়ে সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছে মন্ত্রিসভাও। সংকটের ধাক্কা যেন দেশে না লাগে বা লাগলেও সামাল দিতে পারে, সে জন্য আগাম প্রস্তুতি হিসেবে নানা উদ্যোগের কথা ভাবা হচ্ছে। এমন পরিস্থিতিতি আশা জাগানিয়া কথা বলেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। তারা মনে করছে, বাংলাদেশে খাদ্য সংকট বা দুর্ভিক্ষের কোনও শঙ্কা নেই। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সচিবালয়ে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডোমেইনিকো স্কালপেলির নেতৃত্বে সংস্থাটির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টরের বরাত দিয়ে কৃষিমন্ত্রী বলেছন, তাদের কাছ তথ্য আছে কোনোভাবেই বাংলাদেশে খাদ্য সংকট বা দুর্ভিক্ষ হওয়ার সামান্যতম শঙ্কা নেই। তবে যেহেতু বিষয়টি রাজনৈতিক ইস্যু, তাই এটা নিয়ে সরাসরি কথা বলবেন না তিনি। তবে তাকে রেফার করার বিষয়ে সম্মতি দিয়েছেন, জানান কৃষিমন্ত্রী।
মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বিশ্বব্যাংকসহ বিভিন্ন মাল্টিলেটারাল ডোনার অনুমান করছে- পৃথিবীতে একটা খাদ্য সংকট হওয়ার শঙ্কা আছে। কাজেই এটাকে বিবেচনায় নিয়েই কাজ করছে সরকার। তিনি জানান, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য সহযোগিতা করছে ডব্লিউএফপি। গত ছয় বছর ধরে রোহিঙ্গাদের প্রয়োজনীয় খাদ্য বিশ্ব খাদ্য সংস্থার মাধ্যমেই দেওয়া হয়। তবে দেশের জন্য তেমন কোনও খাদ্য সহযোগিতা গত ১৫ বা ১২-১৩ বছর ধরে সংস্থাটির কাছে থেকে নেওয়া হয়ন বলেও জানান কৃষিমন্ত্রী।
এমকে