রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম, ও মাংস বিক্রি করবে সরকার

০২ এপ্রিল ২০২২

রমজান মাসে কেবল রাজধানী ঢাকায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। রোববার (৩ এপ্রিল) থেকে শুরু হয়ে ২৮ রমজান পর্যন্ত  এ বিক্রি চলবে। নির্ধারিত ১০ স্থানে ভ্রাম্যমাণ গাড়িতে এসব পণ্য পাওয়া যাবে। শনিবার (২ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার ৬০ টাকা,  প্রতি কেজি গরুর মাংস ৫৫০, খাসির মাংস ৮০০, ড্রেসড ব্রয়লার মুরগি ২০০ টাকা এবং ডিমের হালি ৩০ টাকা দরে বিক্রয় হবে। সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড, খামারবাড়ি গোল চত্বর, জাপান গার্ডেন সিটি, মিরপুর ৬০ ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, মিরপুরের কালশি এবং যাত্রাবাড়ী এলাকায় বিক্রি হবে। রাজধানীর কৃষি খামার সড়কের প্রাণিসম্পদ অধিদফতর প্রাঙ্গণে এ কার্যক্রম উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

এমকে


মন্তব্য
জেলার খবর