ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে কারও প্রাণহানি না ঘটলেও একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। তারা মোটরসাইকেলে যাচ্ছিলেন গন্তব্যের দিকে। শনিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে ফরাজী বাজারের উত্তর পাশে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ২ জন শিশু, ১ জন নারী আছেন। তাদের বাড়ি বরিশালের চরবাড়িয়া এলাকায়। চরফ্যাশন থেকে বরিশালের উদ্দেশ্য রওনা করেছিল তারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে অতিক্রম করার সময় কাভার্ডভ্যানের পেছনের অংশে লেগে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় ও গ্লাস ভেঙে যায়। এ সময় বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ধুমড়ে মুছড়ে যায়। স্থানীয়রা আহতদের দ্রুত লালমোহন হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় মোটরসাইকেল চালক ও তার এক ছেলেকে বরিশাল পাঠানো হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে