আওয়ামী সরকারের ১৪-১৫ বছরের অবৈধ শাসনে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সাধারণ মানুষের জীবনযাপনই দুঃসহ হয়ে গেছে। অসহনীয় হয়ে উঠেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য। মূল্য বৃদ্ধি করা হয়েছে জ্বালানি তেলেরও। সামগ্রিক অর্থে দেশে এখন একটা দুঃসময় চলছে। শুক্রবার (১৮ নভেম্বর) রাতে সিলেটে হজরত শাহ জালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন।
দেশের বর্তমান অবস্থার জন্য সরকারকে দায়ী করেন মির্জা ফখরুল। তার কাছে মনে হয়, সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন দেশের মানুষের এখন জোড়ালো দাবি বলেও জানান তিনি।
সরকার বিএনপির নেতাকর্মীর ওপর দমন পীড়ন চালানোর কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে কোনও নির্যাতন, ফ্যাসিবাদ টিকে থাকবে না। জনগণের বিজয় অবশ্যই হবে।
এমকে