ভোলায় খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৯ নভেম্বর ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে পানি থাকা একটি খাল থেকে জুবায়ের হোসেন  নামের আড়াই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকালে ফরাজগঞ্জ ইউপির গাইমারা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বজনরা। জুবায়ের হোসেন ওই এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।

জুবায়েরের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে উঠানে খেলা করছিল জুবায়ের। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পিছনের খালে ভাসমান অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। স্বজনেরা তাকে লালমোহন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কামরুজ্জামান শাহী/এমকে


মন্তব্য
জেলার খবর