বিএনপির তত্ত্বাবধায়ক সরকার দাবির ইস্যূতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- দুনিয়ার অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক সেভাবেই ইলেকশন হবে। শেখ হাসিনার সরকার কোনও হস্তক্ষেপ করবে না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে তিনি এ ঘোষণা দিয়ে যেতে চান বলে জানান ওবায়দুল কাদের। শনিবার (১৯ নভেম্বর) গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন।
বিএনপির নেতৃত্ব, আন্দোলন নিয়ে সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় না থাকলেও ভালোই আছে তারা। ক্ষমতার রঙিন খোয়াব দেখছে। কিন্তু ক্ষমতার পরিবর্তন হলে নির্বাচনেই হতে হবে। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনও বিকল্প নেই।
সম্মলনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান। আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মেহের আফরোজ চুমকি এমপিসহ দলটির কেন্দ্রীয় নেতারা।
এমকে