৫ মাসের আমদানি ব্যয় মেটানোর রিজার্ভ আছে: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২২

তিন মাসের থাকলেই যথেষ্ট উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে এখনও যে রিজার্ভ রয়েছে তা দিয়ে পাঁচ মাসের আমাদানি ব্যয় নির্বাহ করা সম্ভব। শনিবার (১৯ নভেম্বর) ক্ষমতাসীন দল  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হয়।

রিজার্ভ থেকে খরচ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তার সরকার ৮ বিলিয়ন ডলার আলাদাভাবে বিনিয়োগ করেছে। আধুনিক বিমান ক্রয় করা হয়েছে। খরচের যৌক্তিকতা তুলে ধরতে তিনি বলেন, অন্যের কাছ থেকে টাকা ধার নিলে সে টাকা সুদসহ শোধ করতে হতো। সেই টাকা বাংলাদেশ ব্যাংক থেকে বিমান নিয়েছে এবং ২ শতাংশ সুদে আবার ফেরত দিচ্ছে। এতে দেশের টাকা দেশেরই থাকছে। রপ্তানি ক্ষেত্রে প্রণোদনা দেওয়ায় টাকা খরচ হচ্ছে। এতে দেশের লোকই লাভবান হচ্ছে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে সবাইকে সাশ্রয়ী হওয়ার, উৎপাদন বাড়ানোর পূনঃআহবান জানান প্রধানমন্ত্রী।

এমকে

 


মন্তব্য
জেলার খবর