অরাজকতা করলে ছাড় নয়: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২২

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতার আশ্রয় নিয়ে বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। এটা আইনশৃঙ্খলা বাহিনী মোকাবিলা করবে। শনিবার (১৯ নভেম্বর)  ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় এ কথা বলেন। বৈঠক সূত্রে  বিষয়টি জানা গেছে।

সভায় উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য বিএনপির আগামী ১০ ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সমাবেশ নিয়ে কথা তোলেন। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হবে না। আওয়ামী লীগ গণতান্ত্রিক আন্দোলন করে এবং তাতে বিশ্বাসও করে। তবে সহিংসতা করলে ছাড় পাবে না।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বচন প্রসঙ্গে টেনে সরকার প্রধান বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানের বাইরের কোনও দাবি আমলেই নেওয়া হবে না। তবে সংবিধান অনুযায়ী যৌক্তিক দাবি করলে সেটা বিবেচনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর