আগামী মাসে সংকট কেটে যাবে বিদ্যুৎ-জ্বালানির

২০ নভেম্বর ২০২২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেল ও গ্যাস আমদানিতে অসুবিধা হচ্ছে। এতে দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তিতে আছে মানুষ, নেতিবাচক প্রভাব পড়ছে জ্বালানি সংশ্লিষ্ট খাতে।  তবে উদ্ভূত পরিস্থিতি বেশি দিন আর থাকবে না। আগামী মাস থেকে সংকট কেটে যাবে, এ আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার (১৯ নভেম্বর) ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভার সূচনা বক্তব্যে এ আশা প্রকাশ করেন। আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল সামনে রেখে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হয়, সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চলমান পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ইনশাআল্লাহ, হয়ত আগামী মাস থেকে এত কষ্ট আর থাকবে না।’ তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব সামাল দিতে সাশ্রয়ী হওয়ার আর উৎপাদন বাড়ানোর কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। বলেন- ইংল্যান্ড, আমেরিকা, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশও জ্বালানি সাশ্রয়ের দিকে বিশেষভাবে নজর দিচ্ছে। আমাদের তেল-পানি ব্যবহারের ব্যাপারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। প্রত্যেকের যার যতুটুক জমি আছে- এক ইঞ্চি জমিও যেন অনবাদি না থাকে। কারণ সারাবিশ্বে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, ভয়ংকর। নিজেদের উৎপাদন নিজেরা বাড়াতে পারলে কোনো দিন  দুর্ভিক্ষের আঁচ এ দেশে লাগবে না বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বক্তব্যে রিজার্ভ থেকে খরচ ও খরচের যৌক্তিকতা ওঠে আসে। বলেন, এখনো যে রিজার্ভ রয়েছে তা দিয়ে ৫ মাসের আমদানি ব্যয় নির্বাহ করা সম্ভব। এটি ৩ মাসের থাকলেই যথেষ্ট। দেশ ও মানুষের কল্যাণে নেওয়া তার সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরার পাশাপাশি বিএনপিসহ সরকারের কট্রর সমালোচকদের সমালোচনাও করেন এ সময় শেখ হাসিনা।

এমকে

 


মন্তব্য
জেলার খবর