আলোচিত দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় রাজধানী ঢাকায় রেড এলার্ট জারি করা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য এ এলার্ট জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২০ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
এর আগে পুলিশের চোখমুখে গ্যাস স্প্রে করে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল থেকে পালিয়ে যায় আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীম নামের ওই দুই আসামি। তারা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্য। ফয়সল আরেফীন দীপন জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ছিলেন। কয়েক বছর আগে তাকে হত্যা করা হয়।
জানা গেছে, ওই দুই আসামিকে গ্রেফতারে রাজধানীর প্রতিটি থানা ও অন্যান্য ইউনিটকে চেকপোস্ট বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পালিয়ে যাওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
এমকে