বাংলাদেশ ভূখণ্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে দিয়ে গেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজয়ী জাতি হিসেবে আমরা আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলবো। কারো কাছে হাত পেতে চলবো না। শিল্পায়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসবো।
রোববার (২০ নভেম্বর) স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অর্থনৈতিক অঞ্চলের ৫০টি শিল্প ও অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। বলেন- অন্তত যাদের চোখ আছে, তারা দেখতে পারবেন- এ ১৪ বছর সরকারে থেকে বাংলাদেশ যে এক বদলে যাওয়া বাংলাদেশ। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে তার সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহণ করার বিষয়ও এ সময় তুলে ধরেন শেখ হাসিনা।
যুব সমাজের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, শুধু চাকরির পেছনে না ঘুরে নিজেরাই শিল্প ব্যবসা গড়ে তোলেন। অন্য লোকের চাকরি দেওয়ার সুযোগ করে দেন। শেখ হাসিনা বলেন, আজকে বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে। আমরা চাই এভাবেই এগিয়ে যাক।
এমকে