লোডশেডিং হবে না

২১ নভেম্বর ২০২২

বৈশ্বিক সংকটের কারণে চলতি বছরের মাঝামাঝি সময়ে দেশে ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ করে দেয় সরকার।  ফলে বিদ্যুতের লোডশেডিং দেখা দেয় সারা দেশে। তবে শীত মৌসুম শুরু হওয়ায় চাহিদা কমেছে। লোডশেডিং আগের তুলনায়  অনেকটাই কমলেও পুরোটা বন্ধ হয়নি এখনো। এমন পরিস্থিতিতে আশা কথা শুনিয়েছে বিদ্যুৎ বিভাগ। তারা বলছে, সামনে ডিসেম্বর থেকে লোডশেডিংয়ের সমস্যা থাকবে না। আর আগামী গ্রীষ্ম মৌসুমেও লোডশেডিং হবে না। এর কারণ কয়লাভিত্তিক কয়েকটি বিদ্যুৎকেন্দ্র সহসাই উৎপাদনে আসছে।

রোববার (২০ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে লোডশেডিং পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। রাজধানী ঢাকায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠকে এ আশার কথা জানান বিদ্যুৎ সচিব। সংশ্লিষ্ট সূত্রে এ খবর মিলেছে।

বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিব জানান, কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র, ভারতের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র ও চট্টগ্রামের বাশখালীর এসএস পাওয়ার ওয়ান বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে। ইতোমধ্যে কোনও কোনও কেন্দ্র অনানুষ্ঠানিকভাবে উৎপাদনও শুরু করেছে। উৎপাদনের অপেক্ষায় থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো চালু হলে আগামী গ্রীষ্ম মৌসুমেও লোডশেডিং থাকবে না। সাম্প্রতিক লোডশেডিং কমে যাওয়ার কথাও বৈঠকে উল্লেখ করেন সচিব। বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চলমান পরিস্থিতি প্রসঙ্গে শনিবার প্রধানমন্ত্রী বলেন- ‘ইনশাআল্লাহ, হয়ত আগামী মাস থেকে এত কষ্ট আর থাকবে না।’

এদিকে বৈঠকে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের সর্বশেষ তথ্য, ২০২০-২১ অর্থবছরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মুনাফা অর্জন নিয়েও আলোচনা হয়। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান। বৈঠকে কমিটি সদস্য আবু জাহির, আলী আজগার, নূরুল ইসলাম তালুকদার, খালেদা খানম এবং নার্গিস রহমান অংশ নেন।

এমকে


মন্তব্য
জেলার খবর