চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরে স্বামীকে তালাক দেওয়া এক নারীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় মামলা হওয়ার পরে ভুক্তভোগীর সাবেক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ধানকুনিয়া গ্রামে নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম ইমন হোসেন, তার বাবার নাম নুরুজ্জামান। তার আগে ইমন হোসেনকে আসামি করে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়, মামলা করেন ভুক্তভোগীর বাবা।
জানা গেছে, মাসখানেক আগে এ দম্পতির মধ্যে বিচ্ছেদ ঘটে। সম্প্রতি ভুক্তভোগীর কিছু আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে আইনের আশ্রয় নেন ভুক্তভোগীর পরিবার। প্রায় ৬ বছর আগে ওই নারীর সঙ্গে ইমন হোসেনের বিয়ে হয়। দাম্পত্য কলহ চলমান থাকার কারণে শেষ পর্যন্ত তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এদিকে ইমন হোসেনকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমকে