পাইকারিতে বাড়লেও আপাতত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না। তাই এ নিয়ে দেশবাসীকে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সোমবার (২১ নভেম্বর) বিইআরসি পাইকারিতে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রসঙ্গত, ঘোষণা অনুযায়ী পাইকারিতে প্রতি কিলোওয়াট/ ঘণ্টা বিদ্যুতের দাম ৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। দাম বৃদ্ধির আগে এ দর ছিল ৫ টাকা ১৭ পয়সা। দাম বৃদ্ধির ঘোষণার সময় বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, বিতরণ কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির প্রস্তাব দিলে যাচাই-বাছাই করে শুনানি হবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
প্রতিমন্ত্রী হামিদ বলেন, গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির বিষয়টি মাঠপর্যায়ের তথ্যের ভিত্তির ওপর নির্ভর করছে। সবকিছু যাচাই-বাছাই করে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সারা পৃথিবীতেই বিদ্যুৎ-জ্বালানির দাম সমন্বয় করতে হচ্ছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
এমকে