রাষ্ট্রদূতদের মন্তব্যে পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

২১ নভেম্বর ২০২২

দেশের আভ্যন্তরীণ বিষয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাম্প্রতিক মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে বলেছেন, তারা রীতি অনুযায়ী ব্যবহার করবে এটাই কাম্য।  সোমবার (২১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেন তিনি।

মন্ত্রী আব্দুল মোমেন বলেন, এখন আমরা পরাধীন দেশ বা কলোনি নই। এটি তাদের (রাষ্ট্রদূত) মনে রাখা উচিত। তিনি বলেন, দেশের বিভিন্নজন আভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি সরকারের মতামত চেয়ে থাকেন। এ সংস্কৃতিটা পরিবর্তন করা দরকার। আজকে অথবা ভবিষ্যতেএটা অবশ্যই পরিবর্তন করা হবে- যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর