যে কোনো মুহূর্তে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি গ্রেফতার হবে

২১ নভেম্বর ২০২২

ঢাকার আদালতপাড়া থেকে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে ইতোমধ্যেই নজরদারিতে এনেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আশা করা হচ্ছে, যে কোনো মুহূর্তে তাদের গ্রেফতার করা হবে। এমনটাই জানিয়েছেন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।  সোমবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন হারুন।

এদিকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রশাসনিক কারণে ডিএমপির প্রসিকিউশন বিভাগে কর্মরত পাঁচ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি একটি তদন্ত কমিটিও করা হয়েছে। খুব শিগগিরই প্রতিবেদন জমা দেবে কমিটি। এ বিষয়ও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এমকে


মন্তব্য
জেলার খবর