মন্তব্য
দেশের শিশুসাহিত্যিক আলী ইমাম মারা গেছেন। সোমবার (২১) সন্ধ্যায় রাজধানী ঢাকায় বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয় ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩। মৃত্যুর আগে বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন।
১০ দিন আগে তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গণমাধ্যমকে এ তথ্য জানান আলী ইমামের ছেলে ডা. অন্তু। তার দাফনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। ছয় শতাধিক বই লিখেছেন এ সাহিত্যিক। আলী ইমাম ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর।