লরির ধাক্কায় প্রাণ হারালেন প্রবীণ দম্পতি

০২ এপ্রিল ২০২২

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের রামপালে গ্যাসবাহী লরির ধাক্কায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন জাহাঙ্গির হোসেন (৬১) ও মুন্নী বেগম (৫৫) দম্পতি। শনিবার (০২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  খুলনা-মোংলা মহাসড়কের বাবুরবাড়ি বাসস্ট্যাণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে । গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে মোংলা যাচ্ছিলেন তারা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তাদের গ্রামের বাড়ি বরগুনায়। বিপরীত দিক থেকে আসছিল লরিটি (যশোর-ট ১১-২৫৫৩) ৷ তারা দু’জনে ঘটনাস্থলেই মারা যান ৷ পুলিশ লাশ উদ্ধার করেছে ৷ এ দুর্ঘটনায় লরিটি হেফাজতে নিয়েছে পুলিশ।

অমিত পাল/এমকে


মন্তব্য
জেলার খবর