দেশে বিতরণ কোম্পানিগুলোর জন্য বিদ্যুতের পাইকারি দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। সোমবার (২১ নভেম্বর ) দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো। বিইআরসি থেকে জানানো হয়েছে, বিতরণ কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির প্রস্তাব দিলে যাচাই-বাছাই করে শুনানি হবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে পাইকারিতে দাম বৃদ্ধির পর বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির বিষয়টি মাঠপর্যায়ের তথ্যের ভিত্তির ওপর নির্ভর করছে। সবকিছু যাচাই-বাছাই করে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না। তাই এ নিয়ে দেশবাসীর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
জানা গেছে, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওয়েস্টজোন। বাকি ৫ বিতরণ কোম্পানি দাম বাড়ানোর প্রস্তাবনা নিয়ে কাজ করছে। তবে বিইআরসি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, পশ্চিমাঞ্চলের ওই কোম্পানির প্রস্তাবটি এখনও হাতে পায়নি তারা।
প্রসঙ্গত, পাইকারিতে বিদ্যুতের দাম প্রতি কিলোওয়াট/ ঘণ্টা ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা করা হয়েছে। বিল মাস ডিসেম্বর থেকে এ দাম পরিশোধ করতে হবে বিতরণ কোম্পানিগুলোকে।
ওদিকে পাইকারিতে দাম বাড়ানোর ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল জানান, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিতরণ কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে দাম বাড়াতে পারবে না। বিতরণ কোম্পানিগুলো প্রস্তাব দিলে গণশুনানি হবে। এরপর আদেশ দিলে দাম বাড়বে।
এমকে