গ্যালারিতে ‘বিয়ার চাই, বিয়ার চাই’ চিৎকার

৩ ঘন্টা বিয়ার না খেলে কেউ মরবে না : ফিফা সভাপতি

২২ নভেম্বর ২০২২

আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে কাতার বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামে ইকুয়েডর। স্বাগতিকদের ২-০ গোলে হারায় তারা।

 

এদিকে খেলা শুরুর ৪৮ ঘণ্টা আগে বিয়ার নিষিদ্ধ করে কাতার। জানিয়ে দেওয়া হয়েছিল, মাঠে বিয়ার খেতে পারবেন না দর্শকরা। এতেই ক্ষেপে যান দর্শকরা। প্রথম ম্যাচেই এ সিদ্ধান্তের বিরোধিতা করে দর্শকরা। স্টেডিয়ামে চিৎকার করে দর্শকরা বলতে থাকেন “বিয়ার চাই, আমাদের বিয়ার দাও।” বেশ কিছুক্ষণ ধরে এ স্লোগান দিতে থাকেন তারা। প্রথম ম্যাচ দেখতে এসেছিলেন দেশের শাসক থেকে শুরু করে দেশটির শীর্ষ কর্মকর্তারা। তাদের সামনে এভাবে বিরোধিতা প্রদর্শনে স্বভাবতই বশে অস্বস্তিতে পড়েন আয়োজকরা।

 

রাজ পরিবারের এক বিশেষ নির্দেশে নিষিদ্ধ করা হয় সেইডয়ামে সব ধরনের মাদক বিক্রি। রাজ পরিবারের এ সিদ্ধান্তকে মেনে নিয়েছে ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘তিন ঘণ্টা বিয়ার না খেলেও সবাই বেঁচে থাকবেন। এ কারণেই হয়তো ফ্রান্স, স্পেন, স্কটল্যান্ডে স্টেডিয়ামে মদ বিক্রি করা নিষিদ্ধ। হয়তো ওরা আমাদের থেকে বেশি বুদ্ধিমান। তাই জন্যেই এ কাজ করেছে।’

 

তবে মাঠে বিয়ার পাওয়া যাবে। কেউ চাইলে তা খেতে পারবন। তবে তাতে এ্যালকোহোল থাকবে না। ফিফা ফ্যান ফেস্টিভ্যালেই অ্যালকোহল-যুক্ত বিয়ার পাওয়া যাবে। এছাড়া নির্বাচিত কিছু হোটেলে বিয়ার ছাড়াও হুইস্কি, রাম, ওয়াইন পাওয়া যাবে।

 


মন্তব্য
জেলার খবর