শেষ মুহুর্তের গোলে নেদারল্যান্ডসের জয়

২২ নভেম্বর ২০২২

আদ্যোপান্ত ঘুমপাড়ানি একটা ম্যাচ। বিশ্বকাপে ফুটবলের একটা ম্যাচে নেদারল্যান্ডস খেলছে, এটা সোমবারের দ্বিতীয় ম্যাচ দেখে বোঝাই যায়নি।

 

ফিফা ফুটবল বিশ্বকাপে সেনেগালকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। এদিনের ম্যাচের খেলা দর্শকদের নজর কাড়তে পারেনি। তবে উদ্ভট ফাউলে নজর কেড়ে নিলেন ফ্রেঙ্কি দি জং। তার ফাউলের জেরে বিপক্ষের খেলোয়াড়কে মাঠ ছাড়তে হলো।

 

ম্যাচের দ্বিতীয়ার্ধে সতীর্থের ভাসানো একটি বলে হেড করতে উঠেছিলেন সেনেগালের চিখু কৌয়াতে। তাকে আটকাতে গিয়ে নিম্নাঙ্গে আঘাত করে বসেন জং। মাঠে পড়ে গিয়ে ছটফট করতে থাকেন কৌয়াতে। মাঠেই কিছুক্ষণ ধরে শুশ্রূষা চলার পর শেষ পর্যন্ত মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে।

 

শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে নেদারল্যান্ডস। তবে গোলের দেখা মিলছিল না। বরং উল্টো পাল্টা আক্রমণে নাজেহাল করে তুলছিল সেনেগাল।

 

দু’দলই বলের নিয়ন্ত্রণ রেখেছিল। কিন্তু গোলবারে জুতশই শট কেউ নিতে পারছিল না। কারওর তরফেই দর্শনীয় কোনও শট বা পাস দেখা গেল না। নেদারল্যান্ডস জয়সূচক গোল পায় খেলা শেষের ঠিক ৬ মিনিট আগে। সেনেগালের বক্সে লম্বা বল ভাসিয়েছিলেন দে জং। সবার উপরে লাফিয়ে উঠে হেড করেন কোডি গাকপো। বিপক্ষ গোলকিপার এগিয়ে থাকায় বলের নাগাল পাননি।

 

অতিরিক্ত সময়ের একদম শেষ দিকে আরেকটি গোল করেন ডেভি ক্লাসেন। মেম্ফিস দেপাই শট নিয়েছিলেন। মেন্দি তা প্রতিহত করলে বল যায় ক্লাসেনের কাছে। তিনি ফাঁকা গোলে বল ঠেলে দেন।


মন্তব্য
জেলার খবর