আজ মাঠে নামছে মেসিরা, প্রতিপক্ষ সৌদি আরব

২২ নভেম্বর ২০২২

ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা। বাংলাদেশে অসংখ্য ভক্ত আছে দলটির। আজ মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। তাদের সামনে তুলনা মূলক সহজ প্রতিপক্ষ সৌদি আরব। অনেক বার দুদল মুখোমুখি হলেও কখনও জয়ের দেখা পায়নি সৌদি। 

এ দিকে ইনজুরির কারণে খেলা নিয়ে শঙ্কা ছিল আর্জেন্টিনাইন অধিনায়ক মেসির। কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়ে কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ সৌদি আরবের বিপক্ষে মাঠে নামছেন লিওনেল মেসি। মেসির শেষ বিশ্বকাপে আলবিসেলেস্তেদের ঘিরে প্রত্যাশার পারদ আকাশচুম্বী। 

দোহার লুসাইল স্টেডিয়ামে আজ মঙ্গলবার সি গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় বিকাল চারটায় শুরু হবে। বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবার দেখা হতে যাচ্ছে দুই দলের। একদিকে নতুন অঘটনের প্রত্যাশা করছে সৌদি আরব। অন্যদিকে জয় ভিন্ন কিছুই ভাবছে না আর্জেন্টিনা।

কাতারে পৌঁছে দুই দিন মেসি অনুশীলনে না থাকলেও আর্জেন্টিনার প্রথম ম্যাচে মাঠে নামছেন। কোচিং স্টাফরা জানিয়েছেন, ইনজুরিতে থাকায় বাড়তি চাপ না দিতেই বিশ্রামে রাখা হয় মেসিকে।

ছত্রিশ বছরের শিরোপার আক্ষেপ মেসির শেষ বিশ্বকাপে ঘোচাতে চায় আলবিসেলেস্তেরা। মরুর বুকে বিশ্বকাপের মঞ্চে নামার আগে এ দলটি টানা ৩৬ ম্যাচ অপরাজিত, যা শুধু আর্জেন্টিনা নয়, বিশ্ব ফুটবলে রেকর্ড। সেই ধারবাহিকতাই ধরে রেখে সৌদি আরবের বিপক্ষে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দুবারের বিশ্বজয়ীরা।


মন্তব্য
জেলার খবর