১০ রকম নাচের অনুশীলন করেছেন নেইমাররা

২২ নভেম্বর ২০২২

এ বারের ফুটবল বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল ব্রাজিল। পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এবারও ট্রফির প্রত্যাশা তাদের। এখনও একটি ম্যাচও খেলা হয়নি দলটির। তবে মাঠে নামার আগেই ১০টি নাচ নিয়ে তৈরি ব্রাজিল।

 


বৃহস্পতিবার রাতে সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন নেইমাররা। সেই ম্যাচের আগে ব্রাজিলের রাফিনহা জানালেন যে ১০ ধরনের নাচ অনুশীলন করে এসেছেন তারা। প্রথম ১০টি গোলের জন্য নাচ তৈরি করেছেন।

 

গ্রুপ জি-তে রয়েছে ব্রাজিল। সার্বিয়া ছাড়াও সেই গ্রুপে রয়েছে ক্যামেরুন এবং সুইৎজারল্যান্ড। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১.০০টায় মিনিটে সার্বিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন হলুদ জার্সিধারিরা। সেই ম্যাচের আগে রাফিনহা বলেন, “সত্যি বলতে আমরা প্রথম ১০টি গোলের জন্য নাচ তৈরি করে এসেছি। একেকটি গোলের পর একেক রকমের নাচ দেখা যাবে। যদি ১০টির বেশি গোল করি তা হলে নাচ তৈরি করতে হবে।” ব্রাজিল শুধু তাদের খেলা দিয়ে নয়, এ বারের বিশ্বকাপ মাতিয়ে দিতে চায় নাচ দিয়েও।

 

নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগোর মতো ফুটবলারকে দেখা যাবে নিত্য নতুন নাচের ভঙ্গি করতে।


মন্তব্য
জেলার খবর