পুষ্টি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

২২ নভেম্বর ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বড় বড় ফল উৎপাদন করাটাই শেষ কথা নয়। এগুলোর পুষ্টিগুণ নিশ্চিত করতে হবে। শুধু খাদ্য প্রাণ নয়, পুষ্টি নিশ্চিত কতে হবে। পুষ্টিগুণ ঠিক রাখতে ফসল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবে, প্রয়োজনে প্রযুক্তি আমদানি করতে হবে।

মঙ্গলবার (২২ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ সব কথা বলেন। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে পরিবেশের ক্ষতি করা যাবে না বলেও বৈঠকে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী, জানান পরিকল্পনামন্ত্রী।

এমকে

 


মন্তব্য
জেলার খবর