‘পথ চলতে যত সতর্কই থাকুন, রাতে নগরীর ঢাকনাবিহীন ম্যানহোলের একটিতে পড়বেনই!’ হেঁটে যাওয়ার সময় ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে পায়ে বেশ চোট পাওয়ার পরে এ মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির উপ-রাষ্ট্রদূত জা জেনোস্কি। টুইটারে থাকা নিজের আইডি থেকে সোমবার দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন তিনি। পোস্টের শুরুতে ঢাকাকে পছন্দ করার কথাও উল্লেখ করেছেন।
জানা গেছে, রাজধানী ঢাকার গুলশানে ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান তিনি। টুইটারে দেওয়া পোস্টের সঙ্গে হুইলচেয়ারে বসা অবস্থায় চোট পাওয়া পায়ের ছবিও দিয়েছেন এ উপ-রাষ্ট্রদূত।
এদিকে ঘটনা জানাজানি হওয়ার পরে তড়িঘরি করে মঙ্গলবার সেই ম্যানহোলটি ঠিক করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরের এ ধরণের খোলা ম্যানহল থাকলে সেটা সিটি করপোরেশনের ‘আমার ঢাকা’ অ্যাপে ছবিসহ জানাতে নগরবাসীর প্রতি আহবান জানিয়েছে সংস্থাটি।