উন্নয়ন প্রকল্প গ্রহণ-বাস্তবায়নে পরিবেশের ক্ষতি করা যাবে না: প্রধানমন্ত্রী

২২ নভেম্বর ২০২২

দেশে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে পরিবেশের কোনো ক্ষতি করা যাবে না। সংশ্লিষ্টদেরকে এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার  (২২ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ বৈঠকে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন। 

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন- হাওর, পানি, খাল-বিল, ছোট মাছ, ঘাস, লতাপাতা ও প্রকৃতির ডিস্টার্ব করে প্রকল্প নেওয়া যাবে না। এগুলোর যেন ক্ষতি করা না হয়। প্রকল্পে অহেতুক ভূমি অধিগ্রহণ ও প্রকল্পের মেয়াদ বারবার  বৃদ্ধি না করারও বিষয়েও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী- যোগ করেন পরিকল্পনামন্ত্রী।

এমকে

 


মন্তব্য
জেলার খবর