দেশে মূল্যস্ফীতির হার এখন নিম্নমুখী। বিপরীতে মজুরি হার ঊর্ধ্বমুখী। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে মূল্যস্ফীতি কমবে, এটা স্থিতিশীল হবে সামনের ফেব্রুয়ারি মাসে । মঙ্গলবার (২২ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এ তথ্য দিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিসংখ্যান ব্যুরোর হিসেবে, গত সেপ্টেম্বর মাসে দেশে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১০ শতাংশ। মূল্যস্ফীতির প্রভাবে নিত্যপণ্যসহ প্রায় সব পণ্যের দাম চড়া বাজারে। এ কারণে সাধারণ মানুষকে হিমশিম খেতে হচ্ছে সংসার খরচ চালাতে।
আগামীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকার আশা প্রকাশ করে পরিকল্পনামন্ত্রী বলেন, সরবরাহ চেইন ভালো আছে। রেমিট্যান্সও ভালোর দিকে মোড় নিচ্ছে। চলতি অর্থবছরে ৭ এর কাছাকাছি থাকবে জিডিপি প্রবৃদ্ধির হার। তিনি জানান, সরকারের গুদামে এখন ২ বিলিয়ন চাল আছে। তাছাড়া মাঠে আছে আমন ধান। কয়েক বছরে সবজির উৎপাদনও ৬ গুণ বৃদ্ধি পেয়েছে। দেশি ফলের পাশাপাশি ড্রাগনসহ বিদেশি ফলের উৎপাদন ব্যাপক বেড়েছে। গবাদি পশুসহ হাস, মুরগি, ডিম, দুধ সবকিছুর উৎপাদন বেড়েছে।
এমকে