শাকিব-বুবলির হানিমুন তাজমহলে!

২৩ নভেম্বর ২০২২

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলি। সম্প্রতি তাদের বিয়ে ও সন্তানের বিষয়টি আলোচনায় আসে। সে আলোচনা বর্তমানে ফিকে হয়ে গেছে। তবে একসাথে থাকার সময়ের একটি সুন্দর মুহুর্তের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করছেন বুবলি। প্রেমের প্রতীক বলা হয় যে তাজমহলকে, তা দেখতে স্ত্রী শবনম বুবলীকে নিয়ে গিয়েছিলেন শাকিব খান। সেটা অল্প সময়ের জন্য। হুট করেই সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানকার একটি প্রিয় ছবি পোস্ট করে এই ঘটনা শেয়ার করেছেন নায়িকা।

 

ছবি পোস্ট করে বুবলি লিখেছেন, ‘যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এটি সম্রাট শাহজাহান ও মমতাজের শোবার ঘর। বিয়ের পর শুটিংয়ে দুজনেই খুব ব্যস্ত ছিলাম। কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে নিয়ে গিয়েছিলেন উনি আমাকে নিয়ে। খুব প্রিয় একটি ছবি এটি আমার।’

 

স্ট্যাটাসে বুবলী যেহেতু বিয়ের পর এ ভ্রমণের কথা জানিয়েছেন, অনেকের ধারণা এটাই ছিল শাকিব-বুবলী জুটির হানিমুন।

 

শবনম বুবলী এখন বেশ ফুরফুর মেজাজেই আছেন। এবারের জন্মদিনে সেরা উপহার পেয়েছেন স্বামী শাকিব খানের থেকে; সেটি ডায়মন্ডের নাকফুল। বিশেষ দিনের এক সপ্তাহ আগে এ উপহার দিয়েছেন ঢালিউড খান।


মন্তব্য
জেলার খবর