ব্রাজিলে ভূমিধসে একই পরিবারের ৬ জনসহ নিহত ৮

০৩ এপ্রিল ২০২২

ব্রাজিলে ভূমিধসে একই পরিবারের ৬ জনসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। প্রবল বৃষ্টিপাতের কারণে দেশটির দক্ষিণে রিও ডি জেনিরো রাজ্যজুড়ে আকস্মিক বন্যা ও এ ভূমিধসের ঘটনা ঘটে। শনিবার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

 

রিও ডি জেনিরোতে গত কয়েক সপ্তাহ ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছিল। গত ২৩ মার্চ কর্তৃপক্ষ জানায়, দেশটির ঔপনিবেশিক আমলের শহর উত্তর পিত্রপোলিসে প্রায় এক মাসে ভূমিধস ও বন্যায় অন্তত ২৪০ জনের মৃত্যু হয়েছে।

 

পর্যটন শহর পারাটিতে ভারী বর্ষণে ‍সৃষ্ট ভূমিধসে ৫ সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে। এছাড়া মেসকুতা ও আংরা দে রেইস শহরে ভূমিধসে প্রাণ গেছে আরও দুজনের।


মন্তব্য
জেলার খবর