পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধীরা আন্দোলন শুরু করেছে। রোববার দেশটির জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
এদিকে শনিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। এ সময় এক প্রশ্নোত্তর পর্বে রাজনৈতিক নেতাদের পশুর মতো কেনা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার প্রশ্নোত্তর পর্ব পাকিস্তানের টেলিভিশন চ্যানেল, রেডিও ও ডিজিটাল মাধ্যমগুলোতে প্রায় এক ঘণ্টা ধরে সরাসরি সম্প্রচার করা হয়।
ক্ষমতাসীন সরকারকে উৎখাতে বিদেশি চক্রান্ত চলছে উল্লেখ করে ইমরান খান বলেছেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনার আওয়াজ তুলুন এবং প্রতিবাদ করুন। এটি আমার জন্য নয়, দেশের ভবিষ্যতের জন্য।
তিনি আরো বলেন, পাকিস্তানে এখন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এটা প্রমাণিত যে সরকারকে ক্ষমতাচ্যুত করতে রাজনীতিবিদদের ছাগলের মতো কেনা হচ্ছে। সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র বিদেশে শুরু হয়েছে। আর দেশের ভেতর বিশ্বাসঘাতকেরা বিদেশিদের সাহায্য করছেন।