ভোলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

২৩ নভেম্বর ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলায় সড়ক দুর্ঘটনায় আহত মেহেদী হাসান ডালিম (২০) নামে এক শিক্ষার্থী মারা গেছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভোলা-দৌলতখান আঞ্চলিক মহাসড়কের গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বন্ধুর মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালানোর সময় বন্ধুসহ দুর্ঘটনার শিকার হন তিনি।

মেহেদী হাসান ডালিম বোরহানউদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। তার বন্ধুর নাম সালাউদ্দিন। ভোলার বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শেখ ফরিদ উদ্দিন বলেন, বাংলাবাজার থেকে দৌলতখানের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা।  বেপরোয়া গতি থাকায় গোডাউন এলাকায় সড়কের পাশে দাঁড়ানো একটি ট্রলিকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ডালিম ও সালাউদ্দিন গুরুতর আহত হয়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাদের  উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর