বিদ্যালয়ে আগুন, হুড়াহুড়িতে আহত ২০ শিক্ষার্থী

২৩ নভেম্বর ২০২২

কামরুজ্জামান শাহীন, ভোলা:

ভোলার চরফ্যাশন সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বৈদ্যুতিক মিটার থেকে আগুন লাগে বুধবার দুপুরে। এ সময় আটকা পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ের দ্বিতীয় তলার গ্রিল ভেঙে উদ্ধারের সময় হুড়াহুড়িতে অন্তত ২০ জন আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে অভিভাবকদের সঙ্গে বাড়ি ফিরে গেছে।

এদিকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, পৌর মেয়র এম মোরশেদসহ শিক্ষা কর্মকর্তারা।

জানা গেছে, বিদ্যালয়ে পাঠদান চলার সময় বিদ্যালয়টির বৈদ্যুতিক মিটার থেকে আগুন লাগে। এতে পুরো বিদ্যালয় ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় দোতলার বারান্দার গ্রিল ভেঙে শিক্ষার্থীদের উদ্ধার করেন ও আগুন নিয়ন্ত্রণে আনে। এ দুর্ঘটনার সময়ে বিদ্যালয়ে প্রায় ১ হাজার ২শ শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন শিক্ষকরা।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন বলেন, আগুন লাগার সময় তিনি শ্রেণিকক্ষে ছিলেন। আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করে। এ সময় কয়েজন পড়ে হাত-পায়ে সামান্য ব্যথা পেয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর