সরকারকে পদত্যাগ করতে হবে: মির্জা ফখরুল

২৩ নভেম্বর ২০২২

বর্তমান সরকারকে হটাতে জনগণের ঐক্যের মধ্য দিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন- এ আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। সরকারকে সরে যেতে হবে, পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বুধবার (২২ নভেম্বর) রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে এ সব কথা বলেন।

বিএনপি মহাসচিব মনে করছেন, বিএনপির চলমান সরকার পতনের আন্দোলন; জনগণের মূল দাবি ভিন্ন খাতে নিতেই আগুনসন্ত্রাস আর জঙ্গি নাটকের ধুয়া তুলছে ক্ষমতাসীনরা। জঙ্গি ছিনতাই নাটক তৈরি করা হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। যখনই তারা ক্ষমতায় আসে, তখনই দুর্ভিক্ষ হয়।  তাদের দুর্নীতি-লুটপাট দুর্ভিক্ষের অন্যতম কারণ। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে তারা- যোগ করেন মির্জা ফখরুল।’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সেমিনারে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ বক্তৃতা করেন।

এমকে


মন্তব্য
জেলার খবর