এবার উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞ

০৩ এপ্রিল ২০২২

উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জেরে দেশটির পাঁচটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, উত্তর কোরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) একাধিক প্রস্তাব লঙ্ঘন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে, সে কারণেই নতুন পদক্ষেপ নেওয়া হলো।

 

বিবৃতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ট্রেসারি অফিস অব ফরেইন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) উত্তর কোরিয়ার রকেট শিল্প বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীনস্থ চার কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা এনেছে।

 

চলতি বছরের শুরু থেকেই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে চলেছে উত্তর কোরিয়া। এর মধ্যে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে বলে অভিযোগ রয়েছে। খবর রয়টার্সের।


মন্তব্য
জেলার খবর