রিজার্ভ নিয়ে সমস্যা নেই:প্রধানমন্ত্রী

২৪ নভেম্বর ২০২২

তাঁর সরকার রিজার্ভ রেকর্ড পরিমাণ বাড়িয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর্যাপ্ত রিজার্ভ হাতে রেখেই সব কাজ করছে সরকার। রিজার্ভের কোনও সমস্যা নেই, দেশের সব ব্যাংকে পর্যাপ্ত টাকা রয়েছে। সামনের দিনে কোনও সমস্যা হবে না। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকালে যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় এ সব কথা বলেন।

রিজার্ভ নিয়ে নানা ধরনের সমালোচনা ও খরচ প্রসঙ্গে সরকার প্রধান বলেন, রিজার্ভ অপচয় করা হয়নি। মানুষের কল্যাণে কাজে লাগানো হয়েছে। জ্বালানি তেল, খাদ্যশস্য কেনা হয়েছে। বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। করোনার টিকা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। তার সরকার সবসময় মানুষের কথা চিন্তা করে উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছে, যোগ করেন শেখ হাসিনা। 

এমকে


মন্তব্য
জেলার খবর