আজ মাঠে নামছে রোনালদো-নেইমাররা

২৪ নভেম্বর ২০২২

কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত সব থেকে আলোচিত ম্যাচগুলো আজ। আজ মাঠে গড়াবে চার-চারটি ম্যাচ। ভিন্ন ভিন্ন ম্যাচে প্রথমবারের মতো কাতারের মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, লুইজ সুয়ারেজরা।

 

সুইজারল্যান্ড-ক্যামেরুন

ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে পেছনে ফেলে বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কাতার বিশ্বকাপে নাম লিখিয়েছে সুইজারল্যান্ড। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফ্রিকান নেশনস কাপে তৃতীয় হওয়া ক্যামেরুন। বিশ্বকাপ তো বটেই, আন্তর্জাতিক ফুটবলেও প্রথমবারের মতো মুখোমুখি হতে চলেছে দু’দল। আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

 

 

উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া :

আজ কাতারের রাজধানী দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এডিনসন কাভানি-লুইস সুয়ারেজদের বিপক্ষে মাঠে নামবে সন হিউং মিনের দক্ষিণ কোরিয়া। চোট কাঁটিয়ে ফিরেছেন সন হিউং মিন, কাতার বিশ্বকাপে নিজ দলের উদ্বোধনী ম্যাচ থেকেই একাদশে থাকবেন তিনি।

 

 

 

পর্তুগাল-ঘানা :

কাতারে চলছে বিশ্বকাপ ফুটবলের ২২তম মহাযজ্ঞ। তবে পর্তুগাল কাতারে এসেছে নিজেদের মাত্র অষ্টম বিশ্বকাপ খেলতে। তবে গত ৫ টুর্নামেন্টে ধারাবাহিকভাবেই বিশ্বকাপ খেলছে পর্তুগাল। যার চারটিতেই দলের সঙ্গী ক্রিস্টিয়ানো রোনালদো। আজ কাতার বিশ্বকাপে রাত ১০টায় নিজেদের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পর্তুগাল।

 

 

ব্রাজিল-সার্বিয়া :

দিনের শেষ ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কাতার বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা। লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও সার্বিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এই ম্যাচ দিয়েই কাতার বিশ্বকাপে ‘হেক্সা’ জয়ের অভিযাত্রা শুরু করবে তিতের দল।

 

 


মন্তব্য
জেলার খবর