মন্তব্য
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে ২০২২-২৩ অর্থবছরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত বিষয়ক সভা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা হয়। এতে কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সুনামগঞ্জ পাউবোর উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সঞ্জয় রায় চৌধুরী, গোলাম ফরিদ খোকা, আওয়ামী লীগের স্থানীয় নেতা মনীন্দ্র চন্দ্র তালুকদার, শামীম আহমেদ বিলকিস, গোলাম আযহারুল ইসলাম দিদার, সমকাল প্রতিনিধি এনামুল হক প্রমুখ।
সাদ্দাম হোসেন/এমকে