পুলিশ দেখে নদীতে লাফ দেওয়া শ্রমিক নিখোঁজ

২৪ নভেম্বর ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার পাতারখাল মাছঘাট এলাকায় জুয়া খেলার সময় পুলিশ দেখে মেঘনা নদীতে লাফ দেওয়া নোমান (২০) নামের এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯ টা পর্যন্ত নোমানের কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগে দুপুরে লাফ দেয় নোমান। নোমানের বাবার নাম আবুল কালাম বেপারী, তিনি পাতারখাল মাছঘাটের শ্রমিক।

সাময়িক বরখাস্ত করা দু’জন হচ্ছে- দৌলতখান থানার গাড়ীচালক রাসেল ও  কনস্টেবল সজিব। ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, মৎস্যঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরে কয়েকজনের সঙ্গে জুয়া খেলছিলেন নোমান। এ সময় দুই পুলিশকে দেখে তারা নদীতে লাফ দেন। পরে পুলিশ সেখান থেকে চলে গেলে নোমান বাদে বাকিরা নদী থেকে উঠেন।  পুলিশ সুপার বলেন, পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিখোঁজ শ্রমিকের সন্ধানে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।

 

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর