ভোলা প্রতিনিধি:
ভোলায় মুদি ও চায়ের দোকান, মাছের আড়ৎ এবং স্ব-মিল মিলে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। চরফ্যাশন ও মনপুরা উপজেলায় বৃহস্পতিবার মধ্য রাতে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
স্ব-মিলটি চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বদ্দারহাট এলাকায় আর বাকি ৩ টি ব্যবসা প্রতিষ্ঠান মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট বাজারের।
মনপুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (দায়িতপ্রাপ্ত) ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, দাসেরহাট বাজারে একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের মুদি দোকান ও মাছের আড়তে ছড়িয়ে পড়ে। আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস।
অন্যদিকে চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. আসসাদুজ্জামান বলেন, বিড়ি বা সিগারেটের আগুন থেকে স্ব-মিলে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সাভির্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরো বলেন, সেখানে চুলা বা বিদ্যুতের কোন ব্যবস্থা নেই।
কামরুজ্জামান শাহীন/এমকে