রাজশাহী ও কুমিল্লা বাদে দেশের বাকি বিভাগীয় সদরে (মহানগরগুলোতে) আগামী ৩০ নভেম্বর বিক্ষোভ করবে বিএনপি। পুলিশের মিথ্যা মামলা, গায়েবি মামলা, পুলিশি নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে এ কর্মসূচি পালন হবে। শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজভী সংশ্লিষ্ট বিভাগের এলাকাবাসী, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সবপর্যায়ের নেতাকর্মীকে এ কর্মসূচি সফল করার আহবান জানান সংবাদ সম্মেলন থেকে।
এদিকে সংবাদ সম্মেলনে আওয়ামী সরকারের সমালোচনা করে রিজভী বলেন, দেশে চলছে এক ভয়াল নৈরাজ্যকর পরিস্থিতি। আওয়ামী লীগের রাজনৈতিক লক্ষ্য- ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা। তিনি বলেন- গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার ডাকাতি করা হয়েছে। গ্রামে-গঞ্জে-হাটে-ঘাটে-বন্দরে-বাজারে-শহরে লাশ পড়ছে, ক্ষতবিক্ষত হচ্ছে ভিন্নমতের রাজনৈতিক নেতাকর্মীরা। আওয়ামী সরকারের পুলিশ বাহিনী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মীকে হত্যা করেছে, তারা প্রায় সবাই শ্রমজীবী মানুষ।
এমকে