বর্তমানে দেশে শিল্প-কারখানা ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যবসায়ীরা যেসব সমস্যায় ভুগছেন, সেটা সমাধানের লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে শিগগিরই একটি বৈঠক করা হবে। বৈঠকে ওঠে আসা সমস্যাগুলো চিহ্নিত করে একটা খসড়া তৈরী করা হবে। এ খসড়া দেওয়া হবে প্রধানমন্ত্রীর কাছে, আর সেগুলোর সমাধানে আন্তরিকভাবে কাজ করবে সরকার।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এশিয়ার অন্যতম সিরামিক মেলা (সিরামিক এক্সপো বাংলাদেশ) উদ্বোধনের অনুষ্ঠানে এ সব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এক্সপোর আয়োজন করে বাংলাদেশ সিরামিক ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) ।
বাণিজ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগী হয়ে ব্যবসায়ীদের সমস্যা সমাধানের চেষ্টা করছেন। আশা করি তাদের সমস্যা শিগগিরই সমাধান হয়ে যাবে। তিনি জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে বাঁধাগ্রস্ত হচ্ছে শিল্পের উৎপাদন, সমস্যাটি সাময়িক। আগামী জানুয়ারি মাসে পরিস্থিতি উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।
প্রসঙ্গত, তিন দিনব্যাপী এ সিরামিক মেলায় বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের ১২০ প্রতিষ্ঠান ১৫০টি ব্র্যান্ড নিয়ে অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এ মেলা।
এমকে