বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ পল্টনেই হবে: মির্জা ফখরুল

২৬ নভেম্বর ২০২২

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ১০ ডিসেম্বর পল্টনেই হবে বলে দৃঢ়তার সঙ্গে ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। পত্রিকার উদ্ধৃতি দিয়ে সমাবেশ প্রসঙ্গে বলেছেন, তারা (সরকার) নাকি আমাদের পূর্বাচলে পাঠাবে। তারপর আরেকটু এগিয়ে আসলেন- সোহরাওয়ার্দী উদ্যান। আমরা বলি, আরেকটু এগিয়ে আসুন। তাছাড়া উপায় নেই, এগিয়ে আসতেই হবে। শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লার টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে  এ সব কথা বলেন। 

মির্জা ফখরুল আরও বলেন, সব ফয়সালা রাজপথে হবে। গুম, খুন হত্যা, নির্যাতন- সব কিছুর বিচার বাংলার মাটিতেই হবে। এ দেশের মানুষ করবে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাচ্ছে না বিএনপি। নির্বাচন হবে কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকারের হাতে। আওয়ামী লীগ নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন করলে কী জামানত থাকবে- এ প্রশ্নও উত্থাপন করেন মির্জা ফখরুল।

আমরা আরেকটা ৭১ আনবো উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন,  ‘৭১ সনে ‘স্বাধীন হতে আমরা একবার যুদ্ধ করেছি। এখন যুদ্ধ করতে হচ্ছে ভোটের অধিকারের জন্য। এবারের যুদ্ধ হবে ভোট ও কম্বল চোরের বিরুদ্ধে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর