মন্তব্য
আন্দোলনের নামে আবারও মানুষ পুড়িয়ে মারতে চাইলে তাদের একটাকেও ছাড়বো না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আমরা সহ্য করেছি। এটাকে অনেকে দুর্বলতা বললেও এটা দুর্বলতা না। শনিবার (২৬ নভেম্বর) মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রি-বার্ষিক সম্মেলনে বিএনপিকে ইঙ্গিত করে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন হয়।
২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে যুদ্ধের ময়দানে ব্যবহৃত গ্রেনেড দিয়ে চামলা চালানো হয়েছে। আওয়ামী লীগের ওপর নানা ধরনের অত্যাচার-নির্যাতন করা হয়েছে। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে,সেগুলো তারা ভুলে যায় কীভাবে?
এমকে