মন্তব্য
নিজেদের সন্তান যেন কোনোরকম জঙ্গিবাদ, মাদক বা সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত না হয়, তাই এ ব্যাপারে প্রত্যেক মা-কে সজাগ থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তাদের খবর রাখতে হবে। কী করছে, কোথায় যাচ্ছে সেদিকে নজর রাখতে হবে। শনিবার (২৬ নভেম্বর) মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রি-বার্ষিক সম্মেলন থেকে এ আহবান জানান। রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন হয়।
সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলে, ছেলেমেয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। নিজের মনের কথা যেন মায়ের কাছে খোলামনে বলতে পারে, সেই ধরনের সম্পর্ক গড়ে তুলতে হবে। তাহলে ছেলেমেয়ে কখনো বিপথে যাবে না বলেও জানান প্রধানমন্ত্রী।
এমকে